[ গতকাল আসরে প্রকাশিত ১ ম পর্ব পড়লেই
২য় পর্বের পূর্ণতা মিলবে,
দুটি কবিতায় দুই ভিন্ন শৈলী,
পাঠক উপলব্ধি আশা করি। ]


----------------------------
রক্ত দিয়ে মাতৃভাষা বিশ্ব ইতিহাস,
বীর বাঙ্গালীর প্রাণের ভাষা, নয়কো উপহাস
বাংলা মায়ের দামাল ছেলে আনলো স্বাধীনতা,
শেকল ভাঙ্গার গান গেয়ে ভাঙ্গলে পরাধীনতা।


বিশ্বসভায় প্রগতিশীল উন্নয়নের জোয়ার,
বাংলাভাষী বাঙ্গালী খুলেছে কত দুয়ার;
কৃতিত্ব শিক্ষাদীক্ষা যশ কিংবা গুণে
কর্তৃত্ব বা নেতৃত্বদান পাবেই দেখে শুনে।


কষ্ট লাগে দুঃখ পাই নিজেরে হারাই,
বাংলাদেশী বাংলাভাষীর ব্যবধানী ঠাঁই;
প্রতিবাদী আমার ভাষা, আমি রেগে যাই
বীরপ্রসবিনী রক্ত মেশা ওরা আমার ভাই।


কত শ্রম কত ঘাম, ঢেলে শত উদ্যম
বাংলার মেহনতি শ্রমিক নিবেদিত কর্মোদ্যম;
দেশে দেশে রাজপথ সুদৃশ্য ইমারত
গর্বিত বাঙ্গালীর দক্ষ হাতের স্পর্শ কসরত।


যে যাই-ই বলুক, এ আমার পরিচয়
গর্বিত আমি বিশুদ্ধ আমার বিজয়,
সব ছেড়ে তবুও যেন হইনা কাঙ্গাল
তাই হোক পরিচয় আমার বিশুদ্ধ বাঙ্গাল।
--------------------------------