কিছু আগুন দ্যাখো মোমবাতির মত,
হালকা কিন্তু অনুধ্যায়ী এবং অবিরত ...
কারো ভাগ্য নিয়ত অন্তহীন যাত্রা,
কারো সৌভাগ্য আয়োজন ভিন্নমাত্রা।


অভিজাত দিনরাত্রি জন্ম ও বিশ্রুতি,
অভাজন অহোরাত্র অপেক্ষায় প্রতিশ্রুতি;
জ্বলে ব্যথা হলুদ শিখা কেঁপে
কাঁদে অস্ফুট নিচু স্বর প্রতি পল মেপে।


রক্ত গড়ায় বিষাদ জড়ায় ক্রমশ দুর্বার,
উদ্বেল উদ্ভাস ঘুমন্ত রুদ্ধদ্বার .....
বিচ্ছিন্ন দ্বীপ অবসন্ন, মুক্তো খোঁজে না
মরা নদী বিধ্বস্ত পাড়, জোয়ার বোঝে না।


অলখে স্বর্গীয় লণ্ঠন ঝাড়বাতি রোশনাই !
বাসনা বলে, ' উর্ধ্বগামী গনগনে হতে চাই '
সৌর অগ্নির উন্মুক্ত তরঙ্গে নিরুপায় ঠাঁই,
প্রতিটি প্রহর এভাবে আরো পুড়ে ছাই।


এইসব দিনরাত্রির শ্রমে, যুদ্ধজয় রাজত্ব সুখ!
চুপসানো আত্মার প্রাপ্তি রোদে পোড়া মুখ!
শত বঞ্চনা নিতুই অপ্রাপ্তিতে তবুও মূক!
কত প্রবঞ্চনা করেই অন্য গুটিকয় সর্বভুক।


তবে কি ক্ষীণ ইচ্ছা মোমবাতি হয়ে থাক?
সবলের বাড়ুক প্রসার! বাকি সব পুড়ে খাক?