মাঝ নদীতে আটকে আছি, নেই মনোবল
দুই বেলা জোয়ার জাগে হুমড়ি খায় জল,
ভাটার টানে জেগে উঠি দুই বার
আমাকে পাওয়ার লোভে সমান দুই ধার।


নাগরিক আগ্রাসন নেই সভ্যতার ভিড়
যান্ত্রিকতা নিষ্পেষণ বা অসভ্যতার নীড়!
শ্যাওলার গন্ধ মেখে আছি কুশলে
সুখের ক্ষণ চাই না হারাতে কোলাহলে।


বিষমন্ত বিষাদের ভার তোমাদের কথায়,
উপভোগ করো সেরা পৃথিবীর প্রথায়
দুরন্ত দুর্বার দিগ্বিদিক ছুটে যাও,
অনাবাদী ডুবো চর আমারেও চাও!


নদীর বুকে চেপে আছি, বলেনা সে কিছু
পারাপার পথে শুনি, কত লোভী স্বর নিচু
করি না অনুনয় বলি না মুক্তি দাও...
সুযোগ পেলেই ডাঙ্গা ভেবে, ডিঙি ভিড়াও।


জলজ শ্বাসপ্রশ্বাস থাক, দিওনা আশ্বাস
আমাকে নিতে দাও শান্তির নিশ্বাস
কতদিন ডুবে আছি, ফেলিনি দীর্ঘশ্বাস!
অপেক্ষায় থাকো, জেগে উঠবো বিশ্বাস।
------------------------