স্থির অচঞ্চল আমি বুকভরা পাথর
অস্থির প্রাণচঞ্চল ঝর্ণা কান্নার পাথার,
রোদ ঝড় বৃষ্টিজল সাথী নীলাম্বর আকাশ
প্রখর ভানুমতী লুকোচুরি আমাতে অবকাশ
জমাট মেঘের দল মন্দ্রকণ্ঠ সজোর নিশ্বাস
আমি দারুণ সইতে পারি কষ্ট দীর্ঘশ্বাস!


অহল্যা ভূমি তবুও স্বার্থের হয় চাষাবাদ
জুমচাষ ধাপচাষ ফলজ বনজ আবাদ
নাগরঙ্গ আনারস ফলাদি চায়ের কষা স্বাদ
উজাড়  নিঃশেষ করো সৌন্দর্য নির্বিবাদ


অমৃতমন্থন দেখে যায় আমার উঁচু শির
আমি বেশ নিরহংকার তোমরা বল বীর,
দূরের সমুদ্র দ্যাখো উৎপত্তি এই গিরিখাতে
কামনা বাসনা সুখ পানে খুশি হও যাতে
আমাতে মুগ্ধতা নেই হিংসা নয় তাতে!
দলবদ্ধ স্বার্থপর দেখি, একা দিনে রাতে।


আমার বেদনা নেই কোন দুঃখময় বিষাদ
নাগেন্দ্র উন্মত্ত যতই ভালবাসে নিখাদ
স্মৃতিময় যত প্রীতি দেখেই সুখী নিরবধি,
বুকে আশ্রিত জাতি প্রজাতি প্রজন্ম অবধি;


রুক্ষ বলো সবুজ বলো তাদেরই অবদান
বিশাল ভরের ভারমুক্ত ভাবের আদান প্রদান
আশ্রিত বুকে আঘাত দিয়ে করে না অপমান
তোমরা চাও নিশ্চিহ্ন করতে, করি না অভিমান।