আবিষ্কৃত নব ভূখণ্ড সুউচ্চ পর্বত শিখর
সুদূর নভোমণ্ডল সেথাও মনুষ্য মুখর
কোথাও ঝড়ের রাত নিত্য বিজলী চমকায়
কেরোসিন কুপি টেমি প্রদীপ নিভে যায়!


জাগতিক খেলার হেলায় অভিকর্ষ বল
পতনশীল হয় না সমান মধুর বা তিক্তফল
জীব মাত্রই মৃত্যুবরণ দেহ পচনশীল
কারো জন্য আঘাত ব্যথা নিত্য সহনশীল!


একধার তীক্ষ্ণ তীব্র অন্য ধার সূক্ষ্ম
জলজ স্থলজ আবাদি ঊষর কোথাও রুক্ষ
উপাদান ব্যবধান খুঁজে কেউ শুধু হয়রান
ইহলোকে নিরুপায় অবদান, হয় না অবসান


বিলাসী আয়োজন যত, ততোধিক উচ্ছিষ্ট
খাদ্যজাল কৌশলে আধপেটা অধিক অবশিষ্ট,
পরিশিষ্ট কোথাও দামী, প্রতিভা কত বেনামী
কতেক মুখ-চাপা বিনয়ী আমৃত্যু দেয় প্রণামী!


সমানাধিকার চাই, উৎকর্ষ উচ্ছ্বাস সম্মান ধন!
স্লোগানসর্বস্ব! নিরাপদ সুখী অল্প কয়েকজন
বাকিরা নামসর্বস্ব ডানাভাঙা আহত পাখি
সুখ নয় দুঃখ ছোঁয়া বিষাদের মাখামাখি।


ক্ষুদ্র প্রজাপতি ফড়িং নিশ্চিন্ত সুখে মুক্ত
অবরুদ্ধ কত নিয়তির রঙ হয় না অবমুক্ত।
_______________________________