নামহীন বেনামী বলে জানতে চাও না
বন বা পথের ধারে ফিরেও তাকাও না
অস্ফুট নই প্রস্ফুট হই কঠিনতর সাধনা
অবহেলা অনাদর পাই, খুঁজিনা আরাধনা
সান্ত্বনা সহায় আমার বৃন্তচ্যুতির নেই ভয়!
আহত হৃদয়ের চেয়ে ঝরিত ভাল পরিচয়


মক্ষিকা গুঞ্জন আমি ঠিকঠিক পাই
বর্ণ গন্ধ সুবাসে পুষ্প নাম তাই
বুনো ফুল বলে যাও খেয়ালে বা ভুলে
অলখে ফিরে চাও কভু হাতে তুলে!
আড়ালে ফুটি ঝরি, মালাকর ভুলে রয়
স্বার্থপর ভ্রমর সেও ছুঁয়েই ভুলে পরিণয়।


ভালবাস মাটি আর সোঁদাল মিষ্টি ঘ্রাণ
সেখানেই জন্ম আমার নীরবে কাঁদে প্রাণ
অলিকুল আসে যায় নির্বিঘ্ন খুশি মনে
তাতেই সুখী রই, পিরিতি পরাগ সনে
নীরবে সয়ে যাই মিছে যত অভিনয়,
অনিমিখ দেখি শত বহুরূপী অবিনয়।


আরো যত আমার মত ফোটে প্রতিনিয়ত,
অনাহত সুখী বেশ নখদংশনহীন অনিয়ত
নামীদামী রাজা রানী কত দেখি ছুঁড়ে দাও
বেনামী ভাল আছি যতই মাড়িয়ে যাও!
চাই না ভালবাসা, আঘাতে যা ছিঁড়ে নাও
নিজের খেয়ালখুশি মত মুচড়ে কষ্ট দাও


কদরহীন, কদর্যরূপ নই, করি না অনুনয়
আদর করো খুন নয়, অনুরোধ সবিনয়।
_________♣♣♣__________