নিরীহ যত সব রক্ত নিয়ে
আর কত শব যাবে মাড়িয়ে!
শক্ত হাতে ভেবোনা এসব অর্জন
শক্তি দিয়ে আর কোর না গর্জন


কিশোর যুবা নারী শিশু প্রাণ বিসর্জনে
আর কত সুখ! পাপের ঝুলি নির্জনে
হোলিখেলা খেলবে আরো কেমনতর
দোহাই এবার তবে সুখের পথ ধর


সহ্যশক্তি বাঁধ ভেঙ্গে যায় যদি
প্রমত্ত এক নদী বুকে, ছুটবে নিরবধি
শান্তি সমাজ স্বীয় কাজ ফিরিয়ে দাও
অনেক ছাঁই করেছ, নিজে পুড়ে চাও


লাগবে বলি? চাইলেই সহজ পাও
ছিন্নভিন্ন করে আমার জীবন নাও।
নিরপরাধ নিষ্পাপ মেরো না আর
ঘৃণ্য আগুন খেলায় অসার আঁধার


হে বিধাতা তোমার নিকট চাইছি বর
তুমিই পারো, জন্ম দাও বারংবার
নিত্যনতুন আমারে সৃষ্টি কর আবার
আমায় করো ঐ পশুদের খাবার।


নির্বিচার বন্ধ হোক মানুষ হত্যা শিকার
নির্বিকার কত আর! চাইছি প্রতিকার
অভিশাপ তুমিই দিও, আমরা ধিক্কার
জীবন মরণ তোমার, তুমিই নিও ভার।
____________________________