ঋক্ষমণ্ডল জুড়ে সন্দেহাকুল গুনগুন
কুয়াশার আবরণ ভেঙ্গে ধূলিঝড় দ্বিগুণ
উন্মোচন উন্মুখ আকাশী কালো মেঘ
বৃষ্টির প্রথম ফোঁটায় এলোমেলো আবেগ


আমার জীর্ণ গৃহ টিনের চালা
ঝমঝম ঝরে যাও কানে দিয়ে তালা
তারপর অবিরত ঘটাও বিবর্তন
অবিরতি অবারিত ধরা ও ধারা আবর্তন
কাটুক মেঘের ভয় ঋতুর পরিবর্তন
উদ্বেগ উৎকণ্ঠাহীন প্রতিদিন সমাবর্তন।


কিছুক্ষণ তালুবন্দি অসুখকর পরিশ্রান্তে
যুগান্তর গৃহবন্দি কর ক্লান্তিকর প্রান্তে
ভেজা সময় পুড়িয়ে দেবো ভস্ম করে
নির্লিপ্ত হবো, চাইবো না কিছুই তব তরে


উৎসাহী আকাঙ্ক্ষা যত করিব নিক্ষেপ
প্রক্ষোভ নয় মর্মে ধরিব প্রক্ষেপ
ক্ষণস্থায়ী আক্ষেপ তুমি যাও ভুলে,
চিরস্থায়ী সজীব কর গন্ধ বর্ণ বৃক্ষ ফুলে।


আমার আত্মায় সাড়া ফিরে আসুক
একজন অন্ততপক্ষে আমায় ভালবাসুক
প্রবল বর্ষণ তোড়ে চালার ফুটো ধরে
অহরহ গড়িয়ে পড়ো একফোঁটা ঝরে।


অনন্ত অপেক্ষা ভুলি একফোঁটা প্রতীক্ষায়
সর্বত্যাগী সর্বস্বান্ত হয়ে আছি তিতিক্ষায়।
==========<<>> ==========