নগন্য যতসব চুপ রও, আহা দাবীদার
জঘন্য শ্রেণিযুদ্ধ, বাদ দাও হাহাকার
ক্ষুধার অন্ন বোধ ও বাঁধন কাড়ুক
অসুবিধা ভুগে কিছু শরীর মায়া ছাড়ুক
নিরন্ন পরিবার বাধাহীন আরো বাড়ুক


বিব্রতভাব শিকেয়তোলা থাক
নির্লজ্জ অধর সহ উদর পুড়ে যাক
বুভুক্ষু পঙ্গপাল হয়োনা খুব বেসামাল
নির্জীব মথ হও রেশমকীট তাল


ফুটো থালা ভাঙ্গা চালা নোংরা জল
কাদাজল হাঁটুপানি খুঁজোনা অতল
উপেক্ষা অপেক্ষায় বাড়াও মনোবল
নিছক স্বপ্ন সঙ্গম ভুলে সংযম রসনায়
বেঁচে থাকা কম কি কামনা বাসনায়!


নিগ্রহ নাও উচ্ছিষ্ট খাও,তৃপ্তির নিগীর্ণ
শাসন শোষণ জড়িয়ে হৃদয় কর বিদীর্ণ
বেশ আছ, বেশি যাচ! কেন হে জীর্ণ
বারণ বেড়াজালে নাম কর উৎকীর্ণ


হুঁশিয়ার সাবধান, হয়োনা আগুয়ান
আমরা হাতেগোনা তবুও পালোয়ান
তোমরা কুলিকামিন চাষাভুষা গাড়োয়ান
উঁচুনিচু খুঁজোনা, ঘ্যানঘ্যান বাদ দাও
তোমাদের জানি, আমাদের পরিচয় নাও


জেনে রাখো, তোমরা হতে পারো অধিক
আমরা! বলবান ধনবান এবং সামাজিক!!


আসলে, তোমরাই সহজ, সরল সঠিক
আমাদের পাপের সমাজ, দাও ঘৃণা ধিক।