পরিব্রাজক আমি, পরিব্রাজন নেশা
গতবার ঘুরে এলাম প্রায় সূর্য ঘেঁষা
গ্রীষ্মঋতু ছিল তাই যাইনি ভেতরে
এই শীতে প্রস্তুতি নিই সাহস গতরে


রাশিচক্র রাহুগ্রহ রেখেছি নিরুত্তাপ
অসহ্য অবর্ণনীয় কঠিনতর উত্তাপ
সূর্যগ্রহণ চলছিল আপেক্ষিক প্রতাপ
অধৈর্য হইনি তাই করিনি পরিতাপ


ধৈর্যফল সূর্য এলো দেখাও দিলো
বলে গেলো , ভেবোনা এলোমেলো


'মানুষ' শুধু খায়, বাঁচে ভুলে অবসাদে
প্রেমে কামে পাপপুণ্যে দোলে বিবাদে
স্পর্শ ওম খোঁজে আরো চাই বলে
অশান্তি অতৃপ্তি অপূর্ণতা পলে পলে


ছলাকলা কুটকৌশল বহুরূপী সাজ
সত্যে হেলা, মিথ্যা বলা বেলাজ
কয়েকজনমাত্র করে মানবিক কাজ
সে তাই রোজকার হয়না নারাজ


আলো অণুকণা আমি চেয়েছি ধার
সূর্য জবাব দিলো, সইবে না ভার
সবিস্তার ধরাতলে বিস্তৃত উপহার
উদার বণ্টনকারী হও তৃপ্তি উপাহার।
=======[ চলমান ]=======