একটু নড়েচড়ে উঠলো সূর্য
মন্দ্রের চেয়ে প্রকট বাজিল যেন তূর্য
মহাজাগতিক ব্যাখ্যা বিশদ বিজ্ঞান
সন্দেহাতীত ভুল কিছু অভিজ্ঞান!


অতঃপর আরো কত কথা
মানব জীবনাচরণ দৈনন্দিন প্রথা
লোকাচার অনাচার দেখানো ব্রত
স্বার্থ আর শর্তে মত্ত কৌশল অবিরত


চূড়ান্ত ধ্বংস জেনেও যত কারসাজি
দুরন্ত দুর্বার লোভে রত জীবন বাজি
যোদ্ধা বা বোদ্ধা সর্বত্র শত ফাঁক
ডামাডোল প্রচারণায় অশুভ ডাক


মুহূর্তে বদলায় রঙ, কথায় মধুর ঢঙ
মোল্লা পুরুত সাধু ধর্মের দোহাই সঙ
বিলম্ব প্রলম্বিত করে পরদুঃখ বাড়িয়ে
অবিলম্বে প্রতিকার হয়নাকো দাঁড়িয়ে


ভূলোক ভরা অকৃতজ্ঞ স্রষ্টা বিমুখ
ঝলকে পুলকে ভুলে অসুখবিসুখ
আমিও বিধাতার ইশারায় কক্ষপথে
মানবের হিতে রই তাহার শপথে


অথচ তোমরা নিত্য করো হাহাকার
আলো আঁধার সদা ভুলো নিরাকার
=======চলমান (২)=======