মেয়ে আমি নাম রিণি, কিশোরী কুঁড়ি
নিজেকেই চিনি, স্বাধীন উড়াউড়ি;
বাধাহীন বাঁধনহীন নেচে গেয়ে,
ভাবনাহীন সামান্য এক মেয়ে!


অলস দুপুর বিকালবেলা স্বল্পায়ু রোদ
তাদের কাছে যত ঋণ হয়নাই শোধ,
এক পৃথিবীর ভাবনা যত ফিকে!
চাপিয়ে দিবে আমায় কোন বিবেকে?


নিত্য মধুর প্রতিদিন
বেশ তো আছি মন রঙিন
খোলা আকাশ দীঘির জলে
সর্ষেফুল মাঠ পেরিয়ে হিজল তলে


থাকি হাসি ঝুলিয়ে চিকন বেণী দুলিয়ে
মোহন বাঁশি বাজাইও না, গলা ফুলিয়ে।
আমায় তবে আর কেমন সাজাবে,
নতুন করে জোরে কি সুর বাজাবে?


স্বপ্ন আমার নিজেই গড়ে নেবো
আমার চোখে দ্যাখো ফুল পাখি দেবো
ছুটতে দাও ঘাসফড়িঙ প্রজাপতি পিছু,
শুনতে দাও দোয়েল শিস আরো কিছু;


ভেবোনা অকারণে আমায় নিয়ে মিছে
আকাশ বন্দী ফ্রকের ভাঁজে, হাতের নীচে!
আমি কিছু বিস্ময় নয়, পবিত্র নিশ্বাস
পরিবর্তন ভয় বলে, ভেঙ্গো না বিশ্বাস।


o_Oo_Oo_Oo_Oo_Oo_Oo_Oo_O