বর্ণ গেঁথে শব্দ জুড়ে বাক্য হয়
ছন্দ মধুর অর্থ মাত্রা বোধ বিষয়,
লেখক লেখিকা শুধুই লিখে যান
নানামুখী বহুরূপী গল্প কবিতা গান;


কথাচ্ছলে গতিময় বর্ণনাতে প্রবন্ধ
চলমান ঘটমান নিত্যবৃত্ত নিবন্ধ,
সারগর্ভ বোঝে, কেউবা খোঁজেনা
কালের গর্ভে সৃষ্টিসুখ নিত্য যুঝেনা!


ব্যক্তির জীবনবোধ ছাড়িয়ে দূরদৃষ্টি,
মানবিক মূল্যবোধ কিংবা স্রষ্টা সৃষ্টি
জীবনাচরণ বা ভেদ, সমাজ সাময়িক
অভিজ্ঞতা দর্শন বিনয় তুষ্টি অমায়িক।


প্রাপ্তি অপ্রাপ্তি কত মিলনবিরহ যত
সুখদুঃখভয় জয়পরাজয় অবিরত,
প্রতিবাদ প্রতিষেধ স্লোগান আহ্বান
জীর্ণশীর্ণ জরা খরা বিদ্রোহ জয়গান।


রাজনীতি রাষ্ট্রনীতি নীতিকর্ম ডালা
অনৈতিক দুর্নীতি অনিয়ম ডালপালা
বিচিত্র বিষয়চিত্র সজ্জিত কথামালা,
অর্থবোধক বার্তাবহ জাগ্রত শব্দমালা


লিখছে কত, লিখবে যত শব্দের ফুল
শিখছে তত, শিখবে শত নতুন অতুল
জানছে জগত জানতে লেখার মূল
মানছে সতত, মানতে শেখার ভুল।


*_**_**_**_**_**_**_**_**_*