প্রিয়তমা কবিতা পোশাক খুলে হও উপমা,
অনুপমা সবিতা পরাগ দুলে রও নিরুপমা
           কেন শুধু কবির কথা হও!
       নদী নারী ফুলের সৌন্দর্যে রও।


উন্মুক্ত হও ভালবাসায় আপামর প্রাণে,
  উন্মত্ত রও পিপাসায় অকাতর ঘ্রাণে
      পৃথিবী জাগাও সাথে আমাকে
  মায়াবী মমতাময়ী ডাকবো তোমাকে।


শব্দ রচার শত ছিন্নপত্র সমীর খুঁড়ে,
বদ্ধ খাঁচার মত বইপত্র শরীর ফুঁড়ে;
প্রাণে রও প্রাণী হয়ে জনে জনে
   মানে হও, মানী হয়ে মনে মনে।


  সকল বাঁধন টুটি এবার হও সহসা,
অকাল বোধন ছুটি, সবার রও ভরসা;
       সত্য সুখের আরো বলো
        নিত্য মুখর দুর্বার চলো।


  আমার প্রেয়সী নও লাজ মেখে আর!
আপামর শ্রেয়সী হও আজ থেকে সবার
         রূপ রঙ ছেড়ে হও সর্ব সঙ্গী
    অরূপ অঙ্গ বর্ণে অধীর প্রকাশভঙ্গী।


প্রিয়তমা কবিতা পোশাক পরো সাজসজ্জায়
নিরুপমা কথকতা থাক আরো লাজলজ্জায়।


:||:||:||:||:||:||:||:||:||:||:||:||:||:||:||:||:||:||:||:||