বর চেয়েছি আমি, দেয়নি নিরাকার
'বালিকা' তোমাকেই তাই দরকার!
স্বার্থে মত্ত শর্তযুক্ত ছলেবলে
সীমাবদ্ধ চিহ্ন আর নয় কৌশলে।


সুমন সুবোধ কেঁদোনা তুমি আর
আমার হাত ধরো বিশ্বাসে দুর্বার,
অশ্রুকণা বেদনাময় দুঃস্বপ্নের শব্দ
কোনদিন তোমায় যেন করেনা জব্দ।


নিগ্রহ পেয়ে নিভৃতে কেন মরো!
নখর নয় প্রখরতায় স্পর্শ করো,
তুমি আমার কন্যা হও অভয়
তোমার হাসিতে উল্লসিত বিশ্বজয়,


আর কত সহন,নীরব অশ্রুমোচন!
এবার ধরণীর কলুষিত শাপমোচন
সুদৃষ্টি ভরে যাক পদ্মপলাশলোচন,
ধুয়েমুছে নিঃশেষ হোক পাপমোচন।


একটা মন্ত্র জানি তোমায় শেখাবো
অদৃশ্য অদৃষ্টে তোমার সঙ্গেই যাবো,
কর্ণিয়ায় গড়ে দেবো বিষমাখা দৃষ্টি,
সাদা মেঘ হয়ে ঝরাবো এসিড বৃষ্টি!


বাসুকি মণি খোঁপায় পরাবো অনির্বাণ
নিঃশব্দ খুনির মত নিশ্বাসেই মারণ বাণ!
এসো মেয়ে, নিষ্পাপ শান্তির গান গেয়ে
অতঃপর বিস্তৃত বিচরণ স্বরূপে ধেয়ে।


:||:||:||:||:||:||:||:||:||:||:||:||:||:||:||:||:||:||