যাবার আগে যত কথা,
বলে যত মধু স্বর প্রেয়সী নিরুপমা
ছুঁয়ে দেখা হয় কি কত ব্যথা,
রাগ অনুরাগ ভাবে ভুল বাঁধা উপমা।


নিঃসঙ্গ শেষে দুঃসহ প্রতিক্ষণ,
কেঁদে আর হয়না বাঁধা শত চেষ্টায়
অবেলায় ডাকাডাকি অনুক্ষণ,
নিত্য সকল কর্মে অতৃপ্তির তেষ্টায়।


অপ্রয়োজনে রাখা হয় ব্যস্ত,
ভাবনায় একান্ত শুধু নিজের করে,
অধিকার না পাওনাদার ন্যস্ত,
কোথা স্বকীয়তা তার সখ অবসরে!


অনাবশ্যক গম্ভীর গোপন,
রাশভারী থাকা সুখেদুঃখে অসুখে
সে তবে কেমন আপন,
হৃদয়ে চাপা রয় অপ্রকাশিত মুখে।


প্রস্থানে লাভ কি চীৎকার করে,
প্রিয়জন দূরে যখন, না ফেরায় বাস
নিয়ে যাও এসে হাত ধরে,
সকাশে না বলা কথা আকুতি প্রকাশ!


হেলায় আপনজন হারিয়ে যায়,
হৃদয়ে রেখোনা তারে গোপন অধীন!
সমঝোতা শ্রদ্ধা প্রেম মমতায়
সর্বজন শুধু মানো, প্রিয় সেও স্বাধীন।
____________________________