========================
একটিমাত্র কবিতা ছিল প্রেমের আবীরে,
শব্দ বর্ণ সাথে দ্রোহ মিল বাক্যের গভীরে
পুরানো বইখাতা খুঁজে তুলকালাম!
অবশেষে পেয়ে যাই, নীল সেই খাম।


মুছে যাওয়া কালি ভাসাভাসা শব্দ নাম
স্মৃতিপটে ভেসে উঠে প্রিয় শিরোনাম,
হ্যাঁ, এই কবিতাই খুুঁজছি ডাকব নিলাম!
তিনবার নয়, শতবার শেষ সর্বোচ্চ দাম।


আয়োজক আয়োজন সবই ঠিকঠাক,
দিনক্ষণ ব্যাপ্তিকাল কিছুই রাখিনি ফাঁক!
বিষন্নতা চাদর মুড়ে, ব্যথা ফেলি ছুঁড়ে
অবসন্ন আদর আবেশ হত হৃদয় ফুঁড়ে।


এবার যদি তবে হাস্যবদন হয় স্মৃতি
প্রৌঢ়ত্ব দাসত্ব হতে মুক্তি পায় প্রীতি,
অপ্রাপ্তির শেষে সামান্যতম আরতি
অতৃপ্তির তৃষায় নতুন এই ভীমরতি!


বেখেয়ালে খাম খুলে হই হতবাক!
শব্দ বর্ণ কিছু নেই শুধু চেনা আঁক,
শেষের চরণে উধাও যতিচিহ্ন কমা
থাক তবে,এই কবিতা থাকুক জমা।


পণ্ড করি নিলাম পাণ্ডুলিপি কবিঝোলা,
একমাত্র কবিতা আজো শিকেয়তোলা।
_____________________________