আমার মেয়ে রিণির গণিতবিদ্যা ভাবনায়
মনগড়া বাংলাভাষা চর্চা আমারে ভাবায়
বালিকা মন কিশোরী ক্ষণ দুর্ভাবনায়
বালকসুলভ বালখিল্য আঁকে আর গায়।


বাউরি বাতাস লাগে জ্ঞানের ঝোলায়,
খ্যাপা হৃদয় জাগে অজ্ঞাত দোলায়
গণিত আর রসায়নবিদ্যা ঘোলায়
আমার প্রাণের চর্চায় ভুলে ভোলায়!


হাত ধরে তাই তারে, নিয়ে যাই কুয়ায়
বলি মেয়ে, আবেগ ছাড়ো আধো ধূয়ায়,
গণিত পড়েছি আমিও পড়িয়েছি তায়
পদার্থবিদ্যা সেও বুঝি, বাংলা প্রেরণায়।


'চান্দ বাওরি' কূপ ধারে সজ্জিত প্রতিমায়,
গাণিতিক সংখ্যা নয় সৌন্দর্যময় প্রতিভায়
সাড়ে তিন হাজার সিঁড়ি স্তব্ধ মুগ্ধতায়,
প্রয়োগী ভুল অবাক নিঃশব্দ অধীরতায়।


মেয়ে আমার বড় হোক শুদ্ধ সাধনায়
কথামালা সাজিয়ে বিশুদ্ধ আরাধনায়
আমি বলি, সবই পড়ো মনোমত জানায়
বাংলাভাষা মধুর জানো অসীম মানায়।
___________________________♦