=====================
এক শ্রাবণের রাতে অমাবস্যা প্রহর
ঘনঘোর আঁধার সাথে উড়িষ্যা ঝড়,
ছোট্টপাখি ঘুমিয়েছিল ভগ্ন কুঁড়েঘর
ছানাপোনা সঙ্গী সাথীর সুখের বাসর।


বৃষ্টি যখন বন্ধ হলো ফুটেছিল ভোর
আমের ডালে ঝুলেছিল ভাঙ্গা দোর
ফর্সা আকাশ হাতছানিতে বাহুডোর,
মধুর কুজন যায়নি শোনা, চেনা শোর!


ইটের প্রাসাদ শক্ত ভিত,নড়ে না ঝড়ে
ঘুলঘুলি আর কার্নিশ নয়কো নড়বড়ে,
চড়ুইগুলি অবুঝ বড়, কুঁড়ে খুঁজে মরে
ঝড়ঝাপটা তীব্রতর মরেই অকাতরে।


ঠিক জানিনা তাদের মনে কি প্রত্যাশা!
আমি শুধু সমব্যথী, ঝড় কেন সর্বনাশা
সরল মানুষ পেলেই খুঁজে বাঁধে বাসা
দুঃখের ঘরেই তারা নাকি দেখে আশা!


সইতে আমার কষ্ট হয় ছটফটানি দেখে
ডানাভাঙা আহতরে আদর দিই মেখে
দূর্বার রস আর হলুদ লাগিয়ে যন্ত্রণায়,
কিছু বাঁচে কিছু মরে,হারিয়ে কিছু যায়।


ঝড় ঘনঘটা দেখলেই আমি ভয়ে মরি
চড়ুইপাখি মরবে নিঠুর, বন্ধ উড়াউড়ি।
ঝড়জল ঘূর্ণিপাক বারোমাসি ঝঞ্ঝাবায়ু
ছোট্ট সবার কষ্ট বাড়ে,কেড়ে নেয় আয়ু।
_____________________________