=‌=<<<<<<<<<<<>>>>>>>>>>==
অল্প কিছু সময় দেবে ধার!
বলবো কথা হৃদয় ছোঁয়া বাজিয়ে সুর
কে আছ হে, বন্ধু কোথা আমার?
ব্যথার বেদন শোনো, ভুলে থাকো দূর।


চমক দেবে, আমায় কি আর!
চকমকি পাথর পেয়েও নেইনি কুড়িয়ে
জরিন আঁচল উত্তরীয় সজ্জা অসার,
ঝকমকে মন ঠিক রেখেছি চর্ম বুড়িয়ে।


ভেবোনা তাই আত্মভোলা,
বসন ভূষণ ছেড়ে মানি প্রাণের প্রীতি
হাসিতে পূর্ণ চাই স্মৃতির ঝোলা,
কেউ শুধু রাগে তালে সাজাও গীতি।


ভগ্ন চাঁদের ক্ষীণ জোছনা ঝলক,
একটুখানি গন্ধসুধা, মৃদুমন্দ খুশির ছায়া;
একবিন্দু তিলক হয়েই এক পলক,
সঙ্গ দেবো অহর্নিশ, প্রাণের বেশি মায়া।


কিছু কথা রইলো বাকি আরো,
তোমার কথা শুনবো সেও মন খুলে
এসো দেখি সময় হবে কারো !
বিষাদময় অতীত ভুলে, হৃদয় মূলে।


জানি সবাই, সবার মত ব্যস্ত;
বলতে চেয়েও পারো না আমার মত
টানছো ঘানি কর্ম যত ন্যস্ত,
আমিও টানি প্রাণের গ্লানি অবিরত।


<<==========♠=========>>