==========<><><>==========


কোথাও কেউ রাজা সজ্জিত রাজ্যপাট
   পার্থিব পরিচয় যদিওবা কষ্টসাধ্য,
বাহিরে ঠাটবাট ভেতরে কোমল নিপাট
   অন্তঃপুরের রানীতেই হৃদয় বাধ্য।


কত পরিচয় বিশেষণ চাকুরে বা গবেষক
   আড়ালে সফলতা ব্যর্থতা হাসে,
জ্ঞানগরিমায় সাধক গুণী লেখক শিক্ষক
   অন্তঃসার বৈভবে অবয়ব ভাসে।


রাজার সুখেদুঃখে নিঃশর্ত ভাবনার সঙ্গী
   সমৃদ্ধ করে দেয় যদি রানী প্রিয়জন,
আলো কিবা আঁধারে সমান প্রকাশভঙ্গি
  রাজ্যভার রাজ্যভোগ সুখ আয়োজন।


চাওয়াপাওয়া হিসাব ছাড়াই জীবন কাটে
  চাঁদপানা মুখ পাটরানী মূখ্য কিছু নয়!
সপ্তডিঙ্গা সুখের তরী ভিড়িয়ে চিত্ত ঘাটে
  তেমনতরো রাজা হওয়া সুখের বিষয়।


অসীম প্রেমময় সীমানাঘটিত নেই বিভেদ
  আটপৌরে হেলাফেলা নহে দৈনন্দিন,
হৃদয়ে রানীরই বসবাস কল্পনাতীত প্রভেদ
  রাজা হওয়া সোজা আসন মুকুটবিহীন।


==========♠♠♠===========