==========<><><>==========  


     নগণ্য আয়োজন , উপহার কি দেবো!
বিনিসুতোয় গাঁথা মালা, এইবার নেবো
    বিনিময়হীন শেষদিন কিছুই চাইবো না
ছিলাম! এই কথা হোক বিস্মৃত ভাবনা


     ভাসাভাসা স্মৃতির, ভাঙ্গাচোরা টুকরা
বেদনার আনাগোনা, হাহাকার ভর করা
    প্রাপ্তি অপ্রাপ্তি, আনন্দ বিষাদ হাতড়িয়ে
আবছায়া ঘেরা বিষন্নতা নিলাম কুড়িয়ে।


       আয়না দিলাম, মুখ দেখে পেয়ো সুখ
চিরুনি নাও, পরিপাটি থেকো ভুলে দুখ।
     সোনালি রুপালি পাড়ের জরিন আঁচল
সব সাজ নিয়ে যাও কারুকাজ  মনোবল।


      আমার শিক্ষা সনদ অমূল্য কি ছিলো!
পদক সম্মাননা প্রশংসা সমাজ যা দিলো
     কি আর আছে? ছিলো কিছু? নেই মনে
মায়ার পিছু! আর কত স্বর নিচু, বীক্ষণে!


   দৃঢ়তাই দীপ্তি হোক,  নিতে পারো দৃপ্তকণ্ঠ;
মনোরথে মনোযোগে পাও বিজয় নির্ঘণ্ট।
     তবে আর কি! অজান্তে কিছু যদি বাকি
অযত্নে, অযথা, ফেলে রেখে যাবে নাকি?


             শোনো এইবার - কানেকানে বলি,
অনেক হয়েছে বেলা, এবার তবে চলি....
         নিশ্চিত সুখ নয়, নিঃশেষ হবে কাল
ভেঙ্গে গড়ে নির্মাণে তাল রেখো সামাল।


      প্রিয় কলমগুলি, ধূলিপড়া কালি, তূলি,
অবহেলায় শুকিয়ে দিও না, স্মৃতি ভুলি
     কাগজের আকাল পড়ুক, তবুও দেখো
প্রতি পাতায় অর্ধেক খালি, তাতেই লেখো।


===========<><><>============