""""""""""""""""":::::::::"""'''""""""""""""  

    পথ শেষ, এবার তবে থামছি বন্ধু;
চলেছি যে পথ মরু পর্বত তমসা ঘোরে
   অজানার বেশি জানা ভুলের সিন্ধু,
চিরচেনা পথপ্রান্তে কদম ফেলি জোরে।


    পিছু ফিরে দেখো গত অবেলায়,
অনুপম সৌন্দর্য দিন বিগতযৌবন ক্ষয়
   অবহেলায় যত যাহা দিয়েছি সায়,
ভুলে যাও, গান গাও, নবরাগে প্রাণময়।


    যাবার আগে কিছু বলে যেতে হয়,
তোমাদের বলে যাই, জয়ী হও দিগ্বিদিক
   থেকো সত্য সুন্দরে হাসিমাখা জয়,
শান্তির সুশীতল বাতাস ছড়িয়ে চৌদিক।


     আবদ্ধ রেখোনা তব হৃদয়ের দ্বার,
ভাঙ্গো অয়োময় কপাট, জংধরা কীলক!
   পেয়ে আর চেয়োনা বেশি আবদার,
সৃজনশীল কীর্তিতে সুখ,সাফল্য তিলক।


    অনন্ত প্রান্তহীন হৃদয়ের হাতাহাতি,
অনেক হয়েছে উৎসব, প্রলোভিত রঙিন!
   ইতিউতি স্নিগ্ধতা খোলস আঁতিপাঁতি,
এবার তোমাদের পালা, অপেক্ষা স্বর্ণদিন।


     সত্যবল  শুদ্ধচিত্ত গড়েই এসো,
পথের শেষে এসে বীরত্ব জয়মাল্য নিও
    আনন্দময় বিজয়োল্লাসে হেসো,
যাত্রাপথ বন্ধুর, গন্তব্য নিশ্চিত জানিও।।


   ========♠♠♠========