:::::::::::::::::::::::::: [[[[]]]]]] :::::::::::::::::::::::::::::


              ......   চলো বন্ধু, হাঁটতে শুরু করি;
       থামবে না কিন্তু, দেখিয়ে খোঁড়া অজুহাত!
ইশারা দিও মৃদু, কথা বলার জাগিলে সাধ!
হাঁটাপথে একবারও চেয়োনা মুখপানে.....
         সাথে আছি, অনুভব; রাখিয়ো প্রাণভরি
     ক্লান্তিবিনোদন ভেবে শুধু হাতে রেখো হাত।


            কষ্টের ছাপ যত লুকিয়ে রেখেছি,
         সাথী হবেই যদি, দেবো না দুঃখভার;
এই পথ আমিও ভালো চিনি না!
জানি সে তোমারও অজানা অচেনা
           সাধনার অধিক সাধ অঙ্গে মেখেছি
           তুমি কেন পিছু পড়ে রইবে আর!


              দায়ভার কিছু নয়, শুধুই সাথে চলো
            থামবোই শেষে এক যুবতী নদীর ধারে
আপাতত গন্তব্যপথ এইটুকু মনে রাখো
জোয়ার ভাটা দেখে ভেবোনা নিশ্চিত
         জীবন্ত না জীবন্মৃত! জীবাশ্ম দেখা হলো!
     শ্রান্তক্লান্ত তোমার উপহার, পাবেই আমারে।


                    হাঁটতে হবে আরো,  হাঁটো  তবে
               সহজিয়া আবেগ করো শক্ত সুস্থির
পেরিয়ে যাবোই, দুর্ভেদ্য দুর্লঙ্ঘ সীমারেখা...
অচিন্তনীয় সজ্জায় সাজে গড়বোই  সুখবাস।
    আরো প্রগাঢ়, সুদৃঢ়, পরশের সরস অনুভবে,
    তারপর দীর্ঘ বিশ্রাম, প্রেমময়, চঞ্চল অস্থির।।


============♠♠♠=============