===========================
    দলেদলে পঙ্গপাল সম গাদাগাদি বিচরণ,
খাওয়াপরা ঘুমঘোর লিপ্সাযুক্ত মনের আশ!
             এই কি স্বরূপ! মানবজন্ম তবে....
       হেলায় ক্ষয়িষ্ণু সময় রঙিন ধরাতলে,
    ভিড় ঠেলে পদ ফেলে বহুরূপী আচরণ!
নিজে বাঁচি, ত্রাসি পাছে, হিংসা ঘৃণা সর্বনাশ।


গগনচারী শকুনদৃষ্টি, ধূর্ত ঈগলস্বভাব বেশে
    সুবেশা অতিথি হই পরিযায়ী মনোহর
      ছিঁড়েখুঁড়ে কেড়ে নিই সর্বভুক সাজ
  বেশি চাই আরো দাও চীৎকার বেলাজ!
তীক্ষ্ণ তীব্রতর ছোঁ, কণ্টক দংশন আবেশে
আতঙ্ক বাহিত ছোঁয়ােচ নিঠুর ব্যাধের শর।


নামমাত্র সমাজবদ্ধ, চরিত্র চিত্রে অসামাজিক;
      পরিবার বাঁধন শিথিল, ছিন্ন করি মায়া
         অন্তরের মধু যেন প্রভাবিত বিষ!
    আত্মতুষ্টির কেনাবেচা পুরিয়া ভরা পুরীষ!
নিজের ঢোল নিজেই পেটাই প্রচারণা অধিক,
   মানুষ হবো আর কবে! দোষে বিনষ্ট কায়া।
------------  <><><>  -------------