মাঝেমাঝে কিছু সময় এমনই হয়
ঠিক মন খারাপ নয়, যেন হাহাকারময়
   আদিগন্ত ঐ খোলা মাঠ খুব টানে
বাতাস বলে যায় কত কথা গানে গানে!
  কল্পনার নিখুঁত বর্ণমালা পড়ার সময়,
অনুভূতি গোপন কথা বলে কানেকানে


পানসি সাজানো নয়, ছেঁড়াখোঁড়া পাল
   তাতেই ছুটে চলা দ্রুতগতি সুমুখ
পূরবী ভৈরবী ভুলে বাজে নবরাগ তাল
  আগমনী, খেয়াল সুরেই অতি সুখ;
ইমনকল্যান,দাদরা, কাহারবা বেসামাল
   ঠুমরী, ভজন, গজলে জড়ায় মুখ।


  উড়ে বা পুড়ে যায় আরো কিছু সময়,
ঘোরলাগা বেঘোরে তালকানা মহাকাল
  ছাইভস্ম কুড়িয়ে ছন্দেবন্ধে নিরাময়!
কিছু সময় এমনই হয়,ছিন্নবিচ্ছিন্ন ত্রিকাল
  গমন আগমন প্রস্থান শেকল অয়োময়
উদ্ধত ত্রিশূলের তলে, বেজে উঠে ত্রিতাল;


   আরো বেশি বিস্তৃত সময় বা অসময়,
উদভ্রান্ত, উদ্বেলিত উদ্ভাস কত হয় উদ্ভিন্ন
  আমি নাকি তুমি! আমরা কত অসহায়!
আমাদের, তোমাদের, তাহাদের চিন্তা ভিন্ন
  সময়ের ভগ্নাংশ জুড়ে বিচিত্র যত সায়,
উন্নীত উদযাপন চাই, উন্নিদ্র বোধ অভিন্ন।


------------ ♪♪♪♪ ------------