_=_=_=_=_=_=_=_=_=_=_=_=_=_


ওগো বন্ধুুসব, দোতলা তেতলা ছেড়ে
একবার আসো একদিন অবেলা মলিন!
ধারদেনা ফেরত নয়, নিয়েছো যতটুকু কেড়ে
মিছিলে শামিল আমাদের হাসিকান্না বিলীন।


বাঁচার মত বাঁচতে চাই ! বাঁচা কত বড়?
এবার, স্বাদহীন জীবনের স্বাদ দাও বলে;
নিঃশেষ মনস্কাম, রক্ত, ঘাম, বকেয়া  ন্যুব্জ  ধড়
আর্তনাদ করেছি বলে, কণ্ঠরোধ করেছ ছলে;


শেষবারে বন্ধুসুলভ, একবার মানুষ বলো,
আঁধারে নিরাশার হাতবদল নিয়ত দুর্ভাগ্য
চাই না, বিলাস বৈভব মখমলি সজ্জা ঝলমলো,
ক্ষতি কি! বলো মানুষ, এটুকুই পার্থিব সৌভাগ্য!


শক্ত হাতের কাস্তে হাতুড়ি, আমাদের থাক;
জীর্ণদেহ বসন ও বাসনায় চূড়ান্ত তৃপ্তিকর!
অঙ্গসৌষ্ঠব কোমলতা তোমাদের শ্রীবৃদ্ধি পাক,
শুধু একবার! ছুঁয়ে যাও, ঘর্মাক্ত ব্যথার পাঁজর।


ভেস্তে যাওয়া আবদার, ঝুলন্ত প্রতিবাদ !
রক্তদান, প্রাণদান, প্রতিদান বাড়ন্ত শোষণ
ভেবোনা মুমূর্ষু অসার, জীবন্মৃতের স্পর্ধা সাধ!
ছুঁয়ে যাও বলছি, অনেক করেছি পরিতোষণ।।


======== <><><><><> =========