''''''"""""""""""""""""""""""""""""""""""""""""""
চোখউঠা রোগীর মত গড়ায় চোখের জল,
শিরদাঁড়া বেয়ে উঠে চিনচিন ব্যথার চোট!
অ - আ দিয়ে শুরু, কমতি হয়নি মনোবল;
পাঠকচিত্ত ক্লান্তিহীন, কাঁপুক বয়সী ঠোঁট!


বুঝেছি তবুও খুঁজেছি, জানতে পারার গর্ব;
বাদাম ঠোঙা, মুদি মনোহারি প্যাকেট যতো
রাতজাগা দুর্বল যকৃত, ছানিপড়ায় দৃষ্টি খর্ব
বুঝিনাই বিষয়ী লাভ, খুঁজিনাই ক্ষতি কতো!


বর্ণমালার আখরেই অধিক ডুবে যেতে চাই,
শব্দের শরীরেরগাঁট বানানবিধির যত বাঁকে
অদ্ভুতভাবে রূপে কতশত কথার দেখা পাই!
সেইসব জোড়া দেয়া কালির কালো আঁকে।


লেখক বা কবি নই,আমি যেন পাঠকারী রই
' অল্পবিদ্যা ভয়ঙ্করী ' বৃথাতর্ক তবু চেষ্টাকারী  
মাকাল সাধনাফল ! অহংবোধের সাধক হই,
খাতাপত্র, কালি- কলমের তবে নিকুচি করি।


চোখে অসুখ,হয়েছে হোক! বাদবাকি পড়বো
হৃদস্পন্দন অনিয়মিত, কেমন করে লিখবো!
খালি কলসি ভরাতে চাই, ঘিলুতে ঘট গড়বো
শিখিলাম বিন্দুকণা, নিত্যনতুন তাই শিখবো।


লিখতে না পারি কিছু,তবু পড়ুক আমার মুখ;
মধুর আমার বাংলাভাষা,অসুখবিসুখের সুখ।


=========<><><><><>===========