==========  ooo  ==========


আমাদের উঠানেই দেখেছি, ধানের ছড়াছড়ি
কতবার খালি পায়ে, সূচের মতন গেছে বিঁধে
তপ্ত দিনে ধানের খলে করেছি কত গড়াগড়ি!
মায়ের স্নেহ, আয়ার সেবা, ভুলে গেছি খিদে।


বর্গাদার চাষির ভিড়, আটি বাঁধা ধানের গাদা;
গরু - মহিষের জোড়া, দিনরাত জুড়িত 'মলন'
বাহির ভেতর বাড়িময় ঘ্রাণ, ধানী সুগন্ধ সোঁদা
হাঁকডাক ছিলো না, খুশিখুশি সেই চলনবলন।


খৈলভুষি খাওয়া তাগড়া ষাঁড় কাটতো জাবর,
রাশিরাশি ধান, মাড়াই বাকি স্তূপাকৃতি বোঝা;
বারোমাসি ভৃত্য, খলে খলে লেপে দিত গোবর
'আড়াই বাড়ি'কৌশল বীজধান সংগ্রহ সোজা।


জোতদার কৃষক আনাগোনায় রেশ জমিদারি,
অন্দর কত স্নেহময় মা দাদি চাচি যৌথ আদর
গোমস্তাহীন বিশ্বাসী হিসাবে ছিলনা উমেদারি!
বাবা,চাচাজি শান্ত সৌম্য; সমানাধিকার কদর।


কত মজায় মৌসুমি ছুটির দুরন্ত দুর্বার অতিথি,
বিন্নি ধান, দাদখানি, বালাম, চিনিগুড়া ও শালি
খড়গাদায় লুকোচুরি খেলে,আউলা শিশু সিঁথি!
ধানের নাম শুনেছি সুন্দর, ডুমরা,চন্দন, কালি।


কোথায় সেইসব ধান! হারিয়ে গেছে মধুর ঘ্রাণ
গ্রামে তুলেছি প্রাসাদ, শৈশব কৃত্রিম আধুনিক!
জমিদারি গত, খালি জমি বাড়ি লাগে নিষ্প্রাণ
হাজারমোণি গোলার তলায় শতমোণি খানিক।


==========♦♦♦♦============