----<<||>>------<<<|||>>>-----<<||>>----


বৈশাখমাসের কি দোষ! বিধিবিড়ম্বনা!
নৌকাডুবি মানে না দিনতারিখ বার -
নদীজল পারাপারে নৌকা আনাগোনা
সেনাতলা খেয়াঘাটে দেখেছি হাহাকার।


পাঙ্গাশিয়া নদীতীরে আয়না বিবি কাঁদে!
নৌকাপথের পানে শুকনো চোখেরজল
যুগ পেরিয়েছে তবু আশায় বুক বাঁধে
নৌকাচালক এলো ভেবে নাড়ায় আঁচল।


হাড়িয়াভাঙ্গার তীরে, বোবা চোখে সেতারা
তিনডে মাইয়্যে মানুষ অনাহারে ভোগে,
পাগলিনী ইশারায় ডাকে পাগলপারা!
মিনষে, আমারেও নিয়ে যাও নৌকাযোগে।


খোলপেটুয়ার পূর্বপাড়ে কাঁদে 'ফেলানি'
নৌকারোহী নামলে ঘাটে, মাঝিরে শুধায়-
বইলে দাও, সে কোথা ক্যামন আছে জানি!
আসপে কবে মাঝি বিরহী দুঃখ মেটায়।


কালিন্দী নদীতটে দেখা, বৃদ্ধ জননীরে-
হাজার জিজ্ঞাসায় করেননি আহাজারি
বারবার দেখেছি মায়ে, সেথা ঘুরেফিরে
স্বজনবিচ্ছেদ ব্যথা, বিষাদ বারোয়ারি।


পদ্মা, মেঘনা, যমুনা, তিস্তা নেয় ডুবিয়ে
নদীমাতৃক দেশে নদীপথ সীমানায়
স্বজন, আপন, প্রিয়, নির্বাহ কেড়ে নিয়ে
কালবৈশাখী, দমকা বা ঝড়ো ঘূর্ণিবায়।


----<<||>>------<<<|||>>>-----<<||>>----