----<<||>>------<<<|||>>>-----<<||>>----


আলোহীন কালোদিন ভালো কিবা মন্দ
    আঁধার ঘন বাধার, সাধন বোধনে;
   সানন্দে মন আনন্দ, অন্ধে নিরানন্দ!
অশেষ বিশেষ ব্যথা, নিঃশেষ রোদনে।


আমি ও আমরা, তুমি - তোমরা - তাহার
আমাদের, তোমাদের, সিন্ধু বিন্দু রেখা।
  বিপরীত পিরিত! কার হিতে কাহার?
লেখাজোখা  দেখাশোনা,মাপাজোখা শেখা


ঝালাপালা ডালপালা কানেতালা হয়,
মিশানো কৃশানু ভারে বিষানো নিশান।
  পথচলা, বেলতলা তালতলা - ভয়;
  ঈশানে বিষাণ ধ্বনি উতলা কিষাণ!


বোকারাম আরামে, শ্যাম রাম সুশীলে
   যদুমধু শুধু দোষী! গেদু লেদু সাধু?
কিলে পাকিলে কাঁঠাল, গিলে গরমিলে
অসাধু বাদুড় চোষে, দোষে রোষে যাদু


হাসি খুশি পাশাপাশি রাশিরাশি মিলে
  মাদুরে চাদরে, আদুরে ভাদুরে বিধু
রাখিলে মাখিলে প্রীতি,মধুর ডাকিলে
   নিধুবনে মধু ক্ষণে, বধূ কুলবধূ।


  পদেপদে শ্বাপদে বিপদে বা আপদে
উপহাসে আভাসে, বিভাসে দিশে বিভু
  সুমুখী সুখী, বিমুখী অবাধ বিবাদে
স্বভাবী অভাবী, প্রভাবে বিভাব নিভু।


----<<||>>------<<<|||>>>-----<<||>>----