----<||>------<<<|||>>>-----<||>----


মনে পড়ে, একদিন ঝলমল ভোরে
পুকুরপাড়ে, জামগাছতলা উঠানে -
পাখিরডাকে মুগ্ধতা ভরা স্নিগ্ধ ঘোরে,
চেনা পাখিদের ভিড়ে, অন্যসুর গানে!


চালতা গাছের নীচে সাদা বাসিফুল
ঝরাপাতার আড়ালে চিত্রিত আবীর
ব্যাকুল হৃদয় মূল খুশিতে আকুল,
ঝরাপালক কুড়িয়ে, দেখেছি গভীর।


কোথা হতে এসেছে পাখি মধুর ডাকি
সরলবর্গীয় বৃক্ষ ডালে বাঁধে বাসা,
দেশী না পরিযায়ী! স্বর্গীয় দূত নাকি!
রূপবতীর ঠোঁটে, লালিত কত আশা?


প্রজাপতি রঙ ডানা, উড়ে আসে যায়,
অলখে পালায় শীত, পাতাঝরা দিন
অনিমিখ চেয়ে থাকি জড়িয়ে মায়ায়,
নিত্য সেই সুন্দরী, রূপে আরো রঙিন।


পাখি যেতো দূর বনে, খাদ্য আহরণে -
সেইক্ষণে কতবার দেখি শাখা ফাঁকে,
কঠিন পাহারা দৃষ্টি, মা পাখি বিহনে!
তিনটে ডিমের দ্যুতি, নীল সাদা আঁকে।


বিষাদী নিশি এলো, দুষ্ট ঝড়ো প্রহর
হারায়ে ফেলেছি তারে! সুন্দর তিলক!
ঝড়ে ভাঙ্গা গাছ, আজো কষ্টের প্রহার;
কত যুগ যায় - যত্নে রেখেছি পালক।


----<<||>>------<<<|||>>>-----<<||>>----