----+[[[[     চতুর্দশপদী    ]]]]+----


----<<||>>------<<<|||>>>-----<<||>>----


পড়ারঘরের তাকে | বইয়ের ফাঁকে,
ধূসর ধূলির মতো | হেলাফেলা কতো
অযত্নে জীবনপথ | অসমাপ্ত বাঁকে!
অবিরত ব্যথাহত | মুগ্ধ চর্চা যতো -
প্রাণপণ প্রথাগত | তেষ্টা চেষ্টা কোথা!
অনুমানে প্রণিধানে | ভুল কেন করি?
শুদ্ধ অনুভব কথা | বিবাগী অযথা!
মান, দানপ্রতিদান | কেন নাহি ধরি?


      
পাঠচক্র পাঠচর্চা | ভুলে থাকা নয়,
চৈতন্য কেন মলিন | প্রচেষ্টা বিলীন!
পাঠদান পাঠকাল |  এনে দিক জয়
সোনালী বরণ দিন | বিষাদ বিহীন |
অলস কাটানো খেলা | ভুলে ভরা হেলা!
আনন্দিত পাঠ মেলা | হোক সারা বেলা।


----<<||>>------<<<|||>>>-----<<||>>----