------<<||>>------<<<|||>>>-----<<||>>------


দিনগুলি ধীরে ধীরে | পরবাসী পর হয়ে যায়
ক্ষণগুলি ঘুরেফিরে | উপবাসী উপহাস সায়
              অনেক কথার ভিড়ে ধৃত ||
ধূমল ঘুমের মত বৃত ||


আমাদের তোমাদের | ভাবনায় জাগ্রত অমৃত
বিষাদিত আমোদের | ভাবিনা কতমত আবৃত
              মৌন, গৌণ অবহেলাভরে ||
সাদর, ভাষণ সমাদরে ||


আচরিত বিচরণে | জাগো ভাই সকল ভগিনী
শিহরিত বিসরণে | অবগাহি সফল রাগিণী
              কৃতী ভরা জীবনেতিবৃত্ত ||
প্রীতি হরা ভুল হোক কৃত্ত ||


কৃতকাম নামে নয় | জয়জয়কার কর্মময়
ধরাধাম প্রেমময় | বিলিয়ে বারবার বিজয়
             অজয় অযথা শেষকথা ||
সুজেয় সাধনা সারকথা ||


এসো, সুহৃদ সুজন | অনুভবে রঙিন সুদিন
সহাস্যমুখ কূজনে | পরাভবে সঙিন কুদিন
            সচ্ছল উচ্ছল প্রাণভরা ||
ধরাতল করি মনোহরা ||


------<<||>>------<<<|||>>>-----<<||>>------


অক্ষরবৃত্ত,  ৮ | ১০
-------------    ৮ | ১০
--------------   ১০ ||
--------------   ১০ ||