===========================


পতিত খামারবাড়ি, শূন্য সকল গোয়ালঘর
শখের গরুছাগল; সকালবিকাল হাম্বাস্বর
              দুধেল গাই কোথায় পাই?
          ষাঁড়ে বলদে সে যুটি নাই!
গরুরগাড়ির চাকা, কালের তলে পড়েছে ঢাকা
সময় যে আঁকাবাঁকা, বদলে হয়েছে পলাতকা।


স্মৃতিছবি এক্কাগাড়ি, প্রীতি জড়ানো বসত বাড়ি
জলছবি আড়াআড়ি, দীঘিরপাড়ে তেলের গাড়ি
               আসি যাই, বড়বাবু সাজে !
           পাকা রাস্তা বড়বাড়ি মাঝে
পুকুরের পাড় কোথা? হাঁস ভাসা পুকুরটি হেথা
কার বসতি সেথা? মাছে জলে থৈথৈ ছিল যেথা


মোরগমুরগী ডাকা, ভোরবেলা দোর আলোময়
দখিনা বাতাস মাখা, সারা বেলা সুখের বিষয়
                 অযত্নে কেন ফল বাগান
             বুনো লতায় ভরা উঠান!
   পূবাল হাওয়া নাই !  উতল করা উত্তরী সই
    মনমরা একি ঠাঁই !  দম ধরা গৃহী হয়ে রই।


  চতুর্দিকে বাড়িঘর, শানশওকতে উচ্চতর
চতুর ফিকে দোসর, শান্তিতে ক্ষয় ভয়কাতর
             এমন কেন? যেমনতেমন!
         মন বিষানো! কেমনকেমন!
হায়রে প্রগতি সাজ! অমানবিক ভুলছি লাজ
সর্বত্র দুর্গতি ভাঁজ, বদ্ধ ঘরেই করছি কাজ।


______________________________________