আমার পায়ে শিকল!
তোমার গায়ে ধকল, থেকো না বিকল
           আর কত ? শত ছল!
ভুলবে যদি উতল! মেপো না অতল।


ভালবেসো  মনেপ্রাণে,
প্রাণখোলা হাসি গানে, সুবাসিত ঘ্রাণে
              পাবে শুভ প্রতিদান,
হবে ব্যথা অবসান, প্রীতি প্রণিধান।


এইযে জগত জোড়া,
ছুটছে সময় ঘোড়া, নানা রঙে মোড়া
               আপন খেয়াল ভুলে -
গোপন বেহাল ঢুলে, জ্বালা মর্মমূলে!


ওপাড়ে কেমন সুখ!
এই পাড়ে কত দুখ !  রেখো হাসিমুখ
                বৈতরণী নাও কূলে,
আগমনী গাও দুলে, দেখো বনফুলে।


আসো ভাই, সুখ পাই -
স্বজনে সম বিলাই; পরিজনে তাই,
           কাছাকাছি অভাজন,
মানলে আপনজন, কমবে না ধন ?


মানবিক এ আরতি,
স্বাভাবিক যে পিরিতি, ধরো সে মুরতি
                বাধা যত অবিরল!
ভুলো ব্যথিত গরল, চলিয়ো - সরল।।