=♦=♦=♦=♦=♦=♦=♦=♦=


বেহিসাবি কালবেলা, সারাবেলা হেলা
           ঝমঝম ঝরে এলো বৃষ্টি
জলছবি জাল ফেলা, ধারাজল মেলা
          রুমঝুম তরে গেলো দৃষ্টি!


নূপুর বাজিয়ে ওগো! কোথা যাও কে গো!
        এই পানে; চেয়ে দেখো মিষ্টি
দুপুর সাজিয়ে দিঘ, যেথা চাও - জেগো;
       সেই গানে, গেয়ে মেখো তুষ্টি।


মনেধরা - প্রাণভরা, মুগ্ধ - মনোহরা;
      কথাকলি নাচো এই মনে!
ও ভ্রমরা রূপধরা, দগ্ধ - তনু খরা;
      কৃষ্ণকলি বাঁচো এই বনে।


মচমচে ভাঙ্গা ক্ষণ, করো আলাপন;
      আপন হও সখি কাঁপনে,
খচখচে রাঙ্গা মন, ছাড়ো জ্বালাতন!
      গোপন বহুমুখী স্বপনে।।


♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦♦
মূল রচনাকালঃ  ০১/০৯/১৯৯৩ ইং
[ সংক্ষেপিত ও ঈষৎ সম্পাদিত ]