:::::::::::::::::::::::::::::::::::::
__________________


সময়ের নদী হয়ে, নানা গতি ধেয়ে
       পানসি ভেসে যায় অনেক!
অসময় চেয়ে থাকে, ভীমরতি পেয়ে
সরসী হেসে সায় খানেক |


সুখকর ঢেউ দিয়ে, যশ বাসে নেয়ে
    সবেগ আবেগেরে ছাড়িয়ে-
মধুকর ঘ্রাণ নিয়ে, রস নাশে খেয়ে!
সৌরভের গৌরব মাড়িয়ে |


আনমনে গান গেয়ে, দূর পানে যেয়ে
      চমকি থমকে ফের চলে -
চনমনে ক্ষণ হয়ে, দাঁড় টেনে বেয়ে
দেমাকি দমকে জের গলে |


আশেপাশে সুখে ভয়ে, ঢের নেচেগেয়ে
         দড়বড়ি কত শোনা যায়!
আভাসে বিভাসে ক্ষয়ে,সময়ের মেয়ে!
হুড়াহুড়ি - শত দেনা দায় |


নিথর পাথুরে পণ, মানে না বারণ!
       কঠিনেরে টানি মানিয়ে
থরেবিথরে ধারণ, জানেনা কারণ!
হৃদয়েরে তটিনী বানিয়ে |


<><>==♦]][[♦]][[♦==<><>