---♦♦<><>[[[]]]<><>♦♦---


বেশিদিন বাকি নেই! সৃজনীর পালা
আষাঢ়িয়া দিন বেয়ে বাদলের ধারা
     বরিষণে ভিজে নাও, আবেশিত ক্ষণে
      মুঠোভরা ঝরে যাও বিভাসিত মনে
পাশরিয়া কিছু ব্যথা - গ্রহণীয় জ্বালা
মরমিয়া বোলো কথা, বরণীয় সারা |


এইবার দ্বার খুলে - আগলাও বেগ
বারবার ঝরে যাও, উপহার ভেবে
       ঘনঘটা হোক যত, অবিরত দেখো
      গরজান ঘনঘোরে, অবারিত শেখো
কতবার পাবে আর! আলোকিত ত্যাগ
শতবার বেঁচে কবে! পুলকিত হবে |


রুপোলী চাঁদিমা তলে, রূপদ্বীপ জ্বেলে
এবার ভুলিয়া রহ, নীরব রোদন হয়ে
      সুবাসিত হবে যদি, বারিধারা নীরে
      বিকশিত প্রেম নদী, বাঁধহারা তীরে
শ্রাবণপূর্ণিমা এলে - পুরোপুরি মেলে
আবার দুলিয়ো তবে, সরব বেদনে বয়ে ||


-==-ঃঃঃ**★★**ঃঃঃ-==-