````````````````````````````````````````````````


নিশীথনিবিড় কালে - যতদিন এসেছিলে
          - অলখে ক্ষয়ে গেছে বিষাদ;
নীরব আঁধার ভিড়ে, অমলিন হেসেছিলে
পলকে বয়ে গেছে বিবাদ |


অপরূপ অবয়বে - জাগরিত অনুভবে
         - অজানা সুখাবহ জাগিয়ে
বহুরূপে বহুভাবে, মুখরিত মনোভবে
অচেনা শত বাহু বাড়িয়ে |


কত নামে প্রকাশিলে-পরাণেরে বিকাশিলে
        - জয় পেতে চির সাথী ছিলে;
হাহাকার দূরে ঠেলে, গহীনেরে বিভাসিলে
শুভ বলে ব্যথা কেড়ে নিলে |


সুহাসিনী, সুভাষিণী ! মধুময়, প্রণয়িনী
        - বায়বীয় দোল দেয়া ঢেউ!
সরণী হারা পাষাণী, অসহায় বিরহিণী!
স্মরণে! রাখিল খেয়া কেউ |


আরবার ফুঁসে উঠো, শুভকর দ্যোতনায়
        - চেনাজানা দ্যুতি জনেজনে;
বারবার ফুল ফুটো, অসুখের যাতনায়!
অভাজন ভূতি বিয়োজনে |


প্রতিজনে প্রীতিকর, জাগরণে শিহরণে
       - দেশকালপাত্রে রেশ ছাড়ি!
প্রয়োজনে ভীতিকর, বিবরণে বিসরণে;
আয়োজনী ভিত দাও নাড়ি ||


==ΠΠΠΠΠ[[[[[[♦]]]]]]ΠΠΠΠΠ==