পাহাড়ের স্থির পায়ে, কে পরায় মল
     পাদদেশ বেয়ে জল, নেমে আসে ঢল!
অনেক ব্যথার আড়ে, বাকি যতকথা বলা
সবেগে বাহিত ক্ষয়ে! ভাসাভাসা ছলাকলা |


কতেক লুকিয়ে রয়, ঘন তমসার ঘোরে!
    উতলা বাতাস হয়ে! দুরাশার ঘরদোরে
-পাশাপাশি অবিরল, কে মেশায় ছল!
            তরলমতি গরলে, ভাসায় সরল |


মনোবল ভেঙ্গে যায়! এমনই বুঝি
       বিহ্বলা রাঙ্গা সায়! পথ খোঁজাখুঁজি?
ধীর স্থির হবে যদি, ছায়াময় প্রীত রাহা
   তীরহারা নদী নয়, মায়াময় স্রোতোবহা |


এবার কৌশলী হও, ভাঙ্গ আনাড়ি শিকল
    যত দেরি তত ভয়! আর নয় বেড়ি খল
অটল নীতির কথা, মেনো চোখ বুজি
      চটুল মহতী নহে, জেনো সোজাসুজি |


বিরূপ বাহিলে পথ, অটুট শপথ
      স্বরূপে রাখিয়ো মত, সদা সত্যব্রত
স্থিরপদ স্থিতিকাল, প্রতিকূল আসবেই
  স্বীয়রূপে মহাকাল, ভুল কূল ভাসবেই ||