০--=Π=Π=০Π|||=||Π||=|||Π০=Π=Π=--০


কিছুদিন হামাগুড়ি, ধুলোবালি গড়াগড়ি
           শেষতক শিখেছিলে হাঁটাচলা পাড়ি
    তবে কেন থেমে থাকা? উথালপাতাল ভয়
অফুরান এইপথ জেনো শেষ নয় |


পথমাঝে নানাসাজে,জানা অজানার লাজে!
           বিরাজিত স্বরাজে অচেনা আওয়াজে
  আনকাজে দূরপথে, ফিরেফিরে কেন চাও?
কাছাকাছি বিরচিত পথ মেনে নাও |


যত পথ-তত মত, সোজা কত বাঁকা শত
            ঠিক পথ বেছে নাও মজা মনোমত;
    জানাশোনা কিছুকিছু, অগোচর পিছু রাখো!
উপহত আর নয়, উপগত তাই মাখো |


কতদিন বসে রবে? পথচারী পানে চেয়ে
              পথচলা বেশবাসে ভুলপথ বেয়ে-
   বহুদিন ক্ষয়ে গেছে; নানামুখী ভুল পথে!
মলিন ভয়ে নেচে সময়ের দ্বৈরথে |


প্রতিদিন বহুরূপী; যত ঘাটে চলাচল -
            সব কূল ছাপি প্রতিকূল কোলাহল,
    অবিরতি হেঁটে যাও, দিশাহারা হয়ে নয়!
অবারিত সুখভোগে পোষ সুসময় |


০--=Π=Π=০Π|||=||Π||=|||Π০=Π=Π=--০