÷÷÷Π|||Π÷÷÷÷[[Π||||Π]]÷÷÷÷Π|||Π÷÷÷


কেঁদে কেঁদে এসেছিলে; চাঁদ হয়ে হেসেছিলে
      আধারের নাড়ী ছিঁড়ে আলোকিত হলে
ভেসেছিলে কত কোলে, আদরের দোলনায়!
আঁধারের কালি কেড়ে! মধুরিমা ছায় |


তুলতুলে দেহখানি, তেলতেলে সারাবেলা
     - ঝলমল আয়োজনে খলখল খেলা;
জানাশোনা শুরু হয়, পরিবেশে প্রতিবেশে
নড়াচড়া শব্দ রঙে নিবিড়তা মেশে |


ধীরেধীরে বেড়ে উঠে, মিটিমিটি হাসি ঠোঁটে
     দিনেদিনে বড় হলে মুখে কথা ফোটে
হাঁটাহাঁটি শেখা শেষে, বাড়ে প্রথা ছোটাছুটি
পরিজনে পরিপাটী গাড়ে শক্ত খুঁটি |


এইভাবে আমি তুমি, পেরিয়েছি শিশুকাল
   শুভকামী ছিল সবে মায়া বেসামাল
মহাকাল আসে যায়, ধাপেধাপে দিন গত
এই শিশু বড় হই - বুড়োশিশু যত |


প্রতিদান নাই ভবে! পরিশোধ নাহি হবে
     প্রেমময় প্রণিধান কিছু সুখে রবে;
যতটুকু ভালোবাসা, রক্তমাংস দেহরসে
লাগবেনা ততটুকু! বিন্দুবৎ কষে |


আশেপাশে বয়সীরা, ন্যূন ভালোবাসা যাচে
     বেহিসাবি দিলখোলা সেইদিন খোঁজে
আমাদের খুব কাছে, শিশু - এই দুরকম!
সমাদর করো শুধু ভেবে শিশুসম |


÷÷÷Π|||Π÷÷÷÷[[Π|||Π]]÷÷÷÷Π|||Π÷÷÷


বুড়ো, বুড়ি শব্দদুটি আমার ব্যক্তিগত নাপছন্দ।
কবিতার স্বার্থে - 'বুড়ো' শব্দটি ব্যবহারিক।