বাদলার দিনে খরা! পালাবদলের জরা?
                 উতলা বরিষণ যাচে উন্মন ধরা
উড়ে যায় গ্রীষ্মদিন; মুড়ে দিয়ে অশোভন
সীমাহীন কেড়ে নিয়ে পুড়ে তপোবন |


উষ্ণতর সেইকালে, তীব্রতর তাপ দাহে
           জল ছোঁয়া অবগাহে বাকিজায় চাহে;
আকুলিত প্রাণ যত - অবিরত বেয়াকুল
মুকুলিত ঝরে কত বিকশিত ফুল |


মানবের জীবনের, ব্যথাতুর যত কথা
               এমনই হেরফের মায়াঘোর প্রথা!
কোথা তবে মনোমত, চিরতর অমলিন!
মরীচিকা টানে পিছু নিথর বিলীন |


আশা বাঁচে ভাসাভাসা, সজীবতা ফিরে পাবে
               বসন্তসখ এসে সুরেলা গান গাবে!
দুরাশার দূরপথে, মিলে যাবে খোলা দ্বার
কুয়াশার ধোয়া রথে প্রীতি উপহার |


সুসময় - আসবেই! অসময় - কাটবেই!
              খেই হারা এইদিন ঠিক হারাবেই;
দুখ ভরা দুঃসময়ে, ঝড়জল শীত রোদে -
মনোহরা বারোমাস শুভকর বোধে |