...........................................


চাঁদখানা হেসে দিয়ে উঠেছিল ভেসে
     উৎসবের ভোরের ইঙ্গিত
পবিত্র সংযমী মাসের আপাতত শেষ
চারিদিক মুখরিত আনন্দিত আবেশ
এসেছে নতুন দিন খুশির কাঁপন!
পরিবার ও সম্প্রদায়ের এই উদযাপন
        আহ্লাদিত সুন্দরের এক উৎসব |


একসাথে সকলের প্রার্থনা এই দিনে;
রহমত - বরকত - নাজাত ছুঁয়ে,
   আলোকিত পথে আজ দোয়া উদ্বেল |


স্রষ্টার পথে পথে আজ - প্রাপ্তিযোগ
উদার দুহাতে তাই বিলিয়ে দেওয়া আবেগ
পরিস্থিতিনির্ভর নহে! প্রীতি উপহারাদি -
    - উদাহরণস্বরূপ যতসব স্মৃতিচিহ্ন |


ক্ষমা চাই, ওহে ক্ষমাশীল -
ক্ষমা করে দাও এবং ভুলে যাও
   - আমাদের কৃত সব অতীতের ভুল |


এই খুশির তালে সহৃদয় অনুভবে
উৎকর্ষের পথের দিকে তাকিয়ে!
ক্ষমা পাবো কি! রইলো জিজ্ঞাসা হিসাবে,
পরিবার স্বজন এবং প্রিয় বাড়িঘরে
প্রতিক্ষণ ভালোবাসার সব প্রিয়জনকে.
বিস্ময়ের অধিক হাসিখুশি যাক ছড়িয়ে |


আজকের খুশিখুশি সুখ স্মরণীয় হোক
একসঙ্গে ভাগাভাগি করার আনন্দিত ক্ষণ
দ্বিগুন চতুর্গুণ হয়ে প্রতিদিনকার তরে
ঈদের খুশির মত, সকল উৎসবে অনুভবে
প্রতিনিয়ত উষ্ণ থাকুক এই সুখ!
             - যেন চিরসঙ্গী হতে পারে |


    ----====♦ΠΠ♦====----