=====♦♦♦=====


         - বসন্তশখ ডেকেছে শোনো;
                     সুখকর বাসনায় -
সীমান্তপথ চুমেছে দেখো, ছুঁয়ে দেয়া ভাবনায়
               একাকীত্বে বিষণ্ণ প্রহর!
                  দারুচিনি দ্বীপদেশে -
এলাচবনে আঘ্রাণ সুধা, মধুর গন্ধ আবেশে |


            সীমারেখা খুঁজবে কোথায়?
                 কুসুমিত পারিজাত!
অসহায় অসভ্যতা নয়! চলো হই অভিজাত!
              এসো এই হাত ধরে রও -
              বেশি আরো পাশাপাশি,
মন্দাকিনীর মন্থনে ভেসে, জীবনটা দেখে আসি |


              ওপারের আগরের বনে -
                 জেগেছে সুখের ধুম!
বনমল্লিকা পরাগ ছুঁয়ে, স্বর্ণলতা দিলো ঘুম!
               পেরিয়েছে দৃষ্টিরসীমানা;
                 নীল আকাশ ছাড়িয়ে!
উপলে প্রজাপতি নীরব! রঙিন পাখা বাড়িয়ে |


              দিগন্তবৃত্তে রূপসী ঝর্ণা;
                 অদেখা নদীর টান!
স্বর্ণচাঁপা শাখার পাতায় ; হলুদ পাখিরগান।
               সুখবাসে রবো সুনিবিড়;
                  নির্জনের দ্বীপবাসী!
দূরতম দিগন্তরেখার - অসীমেরে ভালবাসি |


              শুভ্র শীতল মেঘের স্পর্শে;
                  অভ্র মাখা বৃষ্টিজল,
বিমল প্রেমে তৃপ্ত হৃদয়ে; ফোটাবো নীলকমল।
               বসন্ত কেন কাঁদবে সখা?
                  দ্বার খোলো এইবার,
দিগন্তের হাতছানি দেখো - ভুলো যত মনোভার |


                  =====♠♠=====