||||||||||==[][][]==||||||||||


.... যাহার খোঁজে উতলা! এই মনেরগহন
         - ধরেছি পাগলপারা কঠিনতর শপথ;
সেকি আমায় জেনেছে!খানিক সামান্যতম
   যাহার পানে মেলেছি উদাস দুই নয়ন।
তাহার সাথে হেঁটেছি? অনেকদূরের পথ
     চিনেছি কেমনতর! আদর কোমলতম?
- জাগরণে ঘুমঘোরে; স্বর্গীয় শয়ন
     শীতলকারক ভুলে! বাড়িয়ে জ্বালা দহন |


নুয়েছি কোমলভাবে; সয়েছি পাষাণভার!
       - মেনেছে সেকি আমায়! নগণ্য সুজন
বারে বারে জেগে উঠা নিবিড় আবেশে;
  শুয়েছি গভীর ঘুমে, আত্মহারা অভাজন  
   - পেয়েছি অল্পসময়; ছেয়েছি যেমনতর!
খুব বেশিদিন নয়; অল্পকিছু দিন শেষে -
  চেনাজানা হয়নিকো, গোপনকারী ইতর!
    কোন অবতার তবে? করবে কেমন পার |


আসলেই কি বুঝেছি! কতো জানাশোনা?
  বেখেয়ালি গেয়ে গেছি; বেভুল হৃদয় গীত!
চেয়েছি অতিথ হতে? কাছের আপনজন;
রোদন বেদন ছেড়ে কাছে দূরে উঁচুনিচু  
  মিশেছি সুবোধ প্রেমে! সুহৃদ কল্পনাতীত
  ছুঁয়েছি আপনমনে মনোগত কতকিছু  
পেয়েছি ভীষণতর অযত্নবান স্বজন
  শতরূপা অঙ্গ মেলে বাড়িয়েছি আনাগোনা |



মনোহত দুঃখ জ্বেলে; পুড়িয়েছি অবহেলা  
     মনেরমত আশায়, নানান আকারপ্রকার!  
পথ হারানো স্বপন; শূন্য হৃদয় উঠান
  - দিশাহারা ক্ষণগুলি হয়নি আর রঙিন
জানতে চেয়ে গোপন; অজানিতা হাহাকার
  অচেনাজীবন জুড়ে, গোপন রক্তক্ষরণ!
কাছেপিঠে আরো বেশি; অবস্থা সঙিন?  
সময়ের হামাগুঁড়ি - পালিয়ে গেছে সটান
কালশিটে দাগ ভরা; কেমন ইচ্ছাপূরণ?  
মাখতে গিয়ে নিতুই; হয়েছি আপনভোলা |


      ===♦♦♦===