-<<ΠΠΠΠΠΠΠ♠::::::::::::>>-


এবার সত্যি একটা পথ হয়ে যাবো
সীমারেখা এঁকে দিয়ে,চূড়ান্তে দাঁড়াই।
দূরত্বের বাধাহীন শান্তির সুপথ
খুব বেশি দীর্ঘ কিংবা ক্লান্তিকর নয়
অবিশ্রান্ত ভ্রান্তিহীন হেঁটে যেতে চাও!
এসো তবে রাহাবর শান্ত প্রেমময়
এইখানে পেয়ে যাবে,প্রাণের শপথ
ছায়াঘন বীথিকার মায়া দিয়ে
মনোহর পথ এক দারুণ সাজাবো
সময় বলতে পারে;বলুক না যাই যাই!


বিষানো লতার বুকে;ফোটাবোই ফুল
আগাছার ক্ষেতখোলা সব পুড়ে দেবো!
বিবেকী স্থিতধী কেউকেউ এসে
অবাক বিস্ময়ে দেখে নিবে ঠিক
রচে যাবো অবিনাশী সময়ের ক্ষোভ
অভিজাত ইতিহাসে জুড়ে দেবো দিক
দিশাহারা ক্ষত ধুয়ে মুছে শেষে
নাতিদীর্ঘ পথপার্শ্বে;জলসত্র ঘেঁষে
সারগর্ভ লিখে রেখে ছুটি নেবো
পথহারা মূঢ় শোকে,সান্ত্বনা অতুল।


-<<ΠΠΠΠΠΠ©::::::::::::>>-