--:::::::::::::::::★★::::::::::::::::::--



ময়নামতির চূড়া হতে; রাতপেচকের স্বর!
পিয়ালবনের রাঙা টিয়ে কাঁপছিলো খুব ভয়ে
চতুর বাবুই উড়ে গেছে,শরমভরম ভুলে!
   - সময় তখন গাঢ় কালো, হিমের আভাস ক্ষীণ |


হঠাত করে শুকিয়ে গেলো; ভাটশালিকের মুখ
লাগলো ভীষণ হুড়োহুড়ি গরম হাওয়া দোলা!
পানকৌড়ি দল যেচেছিল,ডুবসাঁতারের সুখ
   - ভাসান মোহে বৃহস্পতির নরোম মেঘের দিন |


উড়তে গিয়ে ক্ষয়ে ধূসর; মাছরাঙাদের বুক
স্বর্ণঈগল যায়নি ছুঁয়ে কাজলদিঘির জল!
হীরামনের পালক খসে নীরব ব্যথায় মূক
   - ডাক ভুলেছে হলুদপাখি,শীতল ঠোঁটের কোণ |


নাচতে গিয়ে কাঁদলো দুখে;সাদাগলার ডাহুক
চন্দনাদের দুষ্টুমি কই বনচুয়ানো গীতল!
মৌটুসিদের পথহারানো, মৌরিফুলের পরাগ
  - সরিষাখেতের ফিঙে বলে প্রেমের কথন শোন |


পূবের আলোয় চক্ষু মেলে;চোখগেলো ডাক ওই
তিলাঘুঘুর বাসার কাছে,শ্যামার নাচন দেখে
জোড় মিলানো বুলবুলিরা বাঁধবে আবার ঘর!
-শিস বাজিয়ে জানিয়ে গেছে ময়নাপাখির বোন ||


--:::::::::::::::::::★©★:::::::::::::::::::--