তোমাদের যাদের প্রেম চটুলস্বভাব
দ্বাদশীর চাঁদিমায় ভিজে নিয়ো একবার
আঁধার আসতে সেদিন কিছু দেরি হবে
হাতে হাত রেখো ঠিক আগের মতন
চোখ রেখো নীলিমায় আর বাহু বাড়ায়ে
সুখী ভেবে আপনারে দিতে চেয়ো বিলিয়ে
         দেখবে মিটে গেছে মানসিক অভাব |
  চাঁদের কিরণ যখন পড়িবে গায়
গভীর গর্জনে তখন মাতিবে সাগর
দ্বিতীয় জোয়ার এলে তখন নামিয়ো জলে
হৃদয়ের খেয়াল রেখো করিয়ো যতন
তারপর ভাসিয়ো পিরিতির নাও
         বুঝবে মনের জোর মনোময় প্রভাব |


আসবে ঢেউয়ের তোড়ে বিষাদিত নুন
বাতাসে ভাসবে কথা অভাবিত সুর
সাগরসঙ্গমের কাছে নীরবে থামিয়ো  
     বুঝেশুঝে ফেলিও নোঙ্গর
কাছাকাছি তৃপ্তিতে ভুলিয়ো সুদূর
মধুর শিহরণ মেখে ভরিয়ো সময়
             দেখবে নিভে গেছে বিরহ আগুন |
মায়াময় হয়ে উঠা নতুন প্রণয়
পুরাতন চোখে ঠিক হবে ঝিকমিক
ব্যথার কাজল মুছে একযোগে হাসিয়ো
বইলে সুবাতাস মৃদু আনন্দময়
দোদুল পরাণের কোণে জমলে আদর
          স্মৃতিময় হবে নতুন আরেক জীবন ||


______________________
......................©..........................